জর্ডানের ক্লাসিক ফ্যাশান এ্যাপারেলস্ আল-হাসান ফ্যাক্টরীতে বাংলাদেশী নারী শ্রমিকদের উপর শারীরিক নির্যাতন

জর্ডানে ক্লাসিক ফ্যাশান এ্যাপারেলস্ আল-হাসান ফ্যাক্টরীতে বাংলাদেশী নারী শ্রমিকদের উপর শারীরিক নির্যাতন-ডাস্টবিন থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার







বিগত ১৪ দিন ধরে জর্ডানের ক্লাসিক ফ্যাশান এ্যাপারেলস্ আল-হাসান-এ বেতনের মজুরীর জন্য গার্মেন্টসটির পুরুষ শ্রমিকরা (ভারতীয় নাগরিক) আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে স্থানীয় ডাস্টবিন থেকে গার্মেন্টসটির বাংলাদেশী একজন নারী শ্রমিকের লাশ উদ্ধার হয় বলে আন্দোলনকারী মহিলা শ্রমিকরা জানায়। বিগত ১৪ দিন ধরে বেতন আদায়ের আন্দোলনের কারনে শ্রমিকরা কাজ না করে হোস্টেলে যার যার রুমে থেকে কর্ম বিরতী আন্দোলন শুরু করে। গত দুইদিন ধরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ গার্মেন্টস শ্রমিকদের বলে যে, তোমাদের বেতন পরিশোধ করা হবে, তোমরা ৩০ হাজার শ্রমিক আছো কাজে আছো অন্যথায় ফ্যাক্টরী বন্ধ হয়ে যাবে।বাংলাদেশী প্রবাসী গার্মেন্টস শ্রমিকরা মালিক পক্ষের কথায় বিশ্বাস করে ২২/১১/২০২০ তারিখ রবিবার তারা কর্মস্থলে কাজে যোগদানের জন্য গেলে উক্ত ফ্যাক্টরীর শ্রীলংকান স্টাফরা নারী শ্রমিকদের উপর শারীরিক অত্যাচার-নির্যাতন করে বলে অভিযোগ করেন বাংলাদেশী প্রবাসী নারী শ্রমিকরা। তারা তাদের একটি ভিডিও Bd public information প্রবাসী সহায়তা ডেস্ক এর ফেসবুক পেজে প্রচারের মাধ্যমে এই অভিযোগের কথা জানায় এবং বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে বলেন, “আমরা বাংলাদেশের নারী শ্রমিক বলে কি আমাদের লাশ ডাস্টবিনে পরে থাকবে? আমরা এই নির্যাতনের বিচার চাই”। তারা আরো বলে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই।  



Post a Comment

[blogger][facebook][disqus][spotim]

Prockash.com

facebook#https://www.facebook.com/hmmasudul

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget