সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবির গানম্যান

সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবির গানম্যান, প্রকাশ নিউজ, prockash news24, sakib al hasan, gunman,


সাকিব আল হাসানের নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে তাঁর সঙ্গে বন্দুক হাতে এক নিরাপত্তাকর্মীকে দেখা গেছে।

কয়েক দিন আগেই সাকিবকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে সুনামগঞ্জের এক ব্যক্তি। গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে মহসিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেটারই ধারাবাহিকতায় সাকিবকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত।

এ ব্যাপারে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এটা বাড়তি নিরাপত্তার জন্য। যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটা জিনিস এসেছে, তাই সাময়িকভাবে একটু সাবধানতা অবলম্বন করা।

দেশে ফেরার পর থেকেই সাকিব অনুশীলনের পাশাপাশি মাঠের বাইরেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ৫ নভেম্বর রাতে ঢাকায় পা রেখে পরদিন সকালেই গুলশানে সুপারশপ উদ্বোধন করেছেন জনসমাগমে গিয়ে। করোনার মধ্যে মানুষের ভিড়ে যাওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর কলকাতায় গিয়ে সাকিবের পূজা উদ্বোধনের খবর আসে সংবাদমাধ্যমে। ফেসবুকে সাকিবকে হত্যার হুমকি দেওয়া হয় এ কারণেই। সাকিব অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় পূজা উদ্বোধনের কথা অস্বীকার করেছেন।

বাংলাদেশে ক্রিকেটের কারও সঙ্গে গানম্যান দেওয়া অবশ্য এবারই প্রথম নয়। এর আগে হোলি আর্টিজেনে জঙ্গি হামলার পর জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্য বিদেশি কোচদের নিরাপত্তায় সার্বক্ষণিক গানম্যান নিয়োগ করেছিল বিসিবি।

Post a Comment

[blogger][facebook][disqus][spotim]

Prockash.com

facebook#https://www.facebook.com/hmmasudul

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget