চলতি বছরে প্রথম সিনেমার গান গাইলেন মমতাজ

চলতি বছরে প্রথম সিনেমার গান গাইলেন মমতাজ, তবে বছরের ১০ মাস পেরিয়ে গেলেও চলচ্চিত্রের কোনো গানে কণ্ঠ দেওয়া হয়নি এই সংগীতশিল্পীর।




এবছর করোনা নিয়ে জনসচেতনতা তৈরির জন্য এবং অনুরোধ রক্ষার্থে স্বাস্থ্য সুরক্ষার জন্যও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ।। তবে বছরের ১০ মাস পেরিয়ে গেলেও চলচ্চিত্রের কোনো গানে কণ্ঠ দেওয়া হয়নি এই সংগীতশিল্পীর। এ বছর প্রথম সিনেমার কোনো গান গাইলেন তিনি। এটি ‘রাত জাগা ফুল’ সিনেমার টাইটেল গান। গানের কথা লিখেছেন ছবির পরিচালক মীর সাব্বির আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

মমতাজ জানান, সিনেমায় তিনি সর্বশেষ গেয়েছিলেন মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবিতে। নতুন ছবিটিও সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। মমতাজ বলেন, ‘এ বছর কয়েকটি ছবির গানে কণ্ঠ দেওয়ার কথা থাকলেও করোনার কারণে সব কাজ বন্ধ হয়ে যায়। নতুন স্বাভাবিকে এসে গানটি গাওয়ার প্রস্তাব পাই। আমি সাধারণত যে ধরনের গানে কণ্ঠ দিই, এটি তার চেয়ে পুরোপুরি আলাদা। ইমন বরাবরই চমৎকার সুর করে। আর গানের কথাও বেশ মনে ধরেছে। গানটি গাওয়ার পরে তৃপ্তি পেয়েছি।’
সুরকার ও সংগীত পরিচালক ইমন বলেন, ‘সাধারণত যে ধরনের গানে মমতাজ আপাকে শ্রোতারা পেয়ে থাকেন, এটি তেমন গান নয়। আশা করছি আপার কণ্ঠে গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মমতাজের গাওয়া নিয়ে মীর সাব্বির বলেন, ‘নিজের পরিচালিত প্রথম সিনেমায় মমতাজ আপার মতো গুণী সংগীতশিল্পী অংশগ্রহণ করেছেন, এটা ভীষণ আনন্দের। আমি গানটি ঘোরের মধ্যে লিখেছি। চমৎকার সুর ও সংগীতায়োজনের জন্য ইমন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা।’ 

Post a Comment

[blogger][facebook][disqus][spotim]

Prockash.com

facebook#https://www.facebook.com/hmmasudul

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget